দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যস্থানে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারী ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে
চলতি মাসের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছুস্থানে পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ার এই আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদফতরের একমাস মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে।
এতে বলা হয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যস্থানে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারী ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
অন্যদিকে এই সময়ে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
মতামত দিন