করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া মেশিনটি মসজিদের মূল ফটকে স্থাপন করা হয়েছে
করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী নগরীর বড় মসজিদে স্পর্শবিহীন অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেনসার মেশিন উপহার দিয়েছে ভারত।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে ভারত সরকারের পক্ষ হতে এটি দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। মুসল্লিদের জন্য সাহেব বাজার বড় মসজিদের মূল ফটকে স্থাপিত স্পর্শবিহীন মেশিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
এ সময় সঞ্জীব কুমার ভাটি বলেন, “করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। মহামারির এই ক্লান্তিলগ্নে স্পর্শবিহীন অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার মেশিনটি মসজিদে আগত মুসল্লিদের ভাইরাস হতে রক্ষা করতে সাহায্য করবে। এর ব্যবহারের ফলে মুসল্লিরা করোনাভাইরাস থেকে অনেকাংশে নিরাপদ থাকবেন।“
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, সাহেব বাজার জিরোপয়েন্ট বড় মসজিদ কমিটির সভাপতি তোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আলিফ উদ্দিন এবং মসজিদের পেশ ইমাম মোহাম্মাদ আব্দুল গনি।
মতামত দিন