শনিবার (৩ এপ্রিল) দুপুরে এক ভিডিও বার্তায় এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে একসপ্তাহের লকডাউন দিচ্ছে সরকার। তবে এসময় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প-কারখানা খোলা রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার।
আরও পড়ুন - সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, লকডাউন চলাকালে জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আর শিল্প-কলকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কলকারখানায় কাজ করতে পারবেন।
এর আগে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় একসপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণার কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মতামত দিন