‘সম্ভবত কেউ বিড়ালটিকে ওখানে ফেলে দিয়ে গেছে। এটা খুবই অমানবিক একটি কাজ। অবলা প্রাণীটি ৮-৯ দিন না খাওয়া ছিল’
রাজধানীর মালিবাগ ফ্লাইওভার, দ্রুতগামী যান চলাচলের চাপে প্রতিদিনই ব্যতিব্যস্ত থাকে। ফ্লাইওভারের ওপরের অংশ এবং পিলারের মাঝামাঝি ফাঁকা জায়গায় একটি বিড়াল গত প্রায় ৫/৬ দিন ধরেই আটকে ছিল।
ব্যস্ত নগরীর কোনও মানুষ এতদিন এগিয়ে না এলেও, অবশেষে আটকে পড়া সেই বিড়ালটি উদ্ধারে এগিয়ে এসেছে বেসরকারি প্রাণী উদ্ধারকারী সংস্থা “রবিনহুড”।
মঙ্গলবার (৩০ মার্চ) প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রচেষ্টার পর ৪০ ফিট উঁচু থেকে নিরাপদে বিড়ালটিকে উদ্ধার করে নিচে নামানো হয়।
জানা গেছে, বিড়ালটিকে উদ্ধার করার জন্য ফ্লাইওভারের পাশের এক ভবন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কল আসে। কলার বিড়ালটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানালে, জাতীয় জরুরি সেবা থেকে বেসরকারি প্রাণী উদ্ধারকারী সংস্থা “রবিনহুড”কে বিষয়টি জানানো হয় এবং সে অনুযায়ী উদ্ধার কাজ শুরু হয়।
এ ব্যাপারে “রবিনহুড” এর ফাউন্ডার আফজাল খান বলেন, “বিড়ালটি আটকে পড়ার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সরকারি ছুটি থাকায় উদ্ধারের জন্য কোনো ক্রেন পাচ্ছিলাম না। অবশেষে প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বিড়ালটিলে উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, “সম্ভবত কেউ বিড়ালটিকে ওখানে ফেলে দিয়ে গেছে। এটা খুবই অমানবিক একটি কাজ। অবলা প্রাণীটি ৮-৯ দিন না খাওয়া ছিল। উদ্ধারের পর আমরাই এখন এর চিকিৎসা করছি।”
মতামত দিন