ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের দাবি, সংঘর্ষে তাদের ১০-১৫ জন সদস্য আহত হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের শাপলাচত্বর এলাকায় মোদীবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মিছিল থেকে “শিশুবক্তা” হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ বিক্ষোভ মিছিলটি শুরু করে। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সকাল সাড়ে এগারটার দিকে মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলটিকে বাধা দেয়।
কাঠের আসবাপত্রে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মেহেদী হাসান অপু/ঢাকা ট্রিবিউন
সেখান থেকে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে দুপুর ১২টার দিকে মোদীর একটি কুশপুতুলে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের দাবি, সংঘর্ষে তাদের ১০-১৫ জন সদস্য আহত হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, এ সময় “শিশুবক্তা” রফিকুল ইসলামসহ অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।
রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় পড়াশোনা করেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় “শিশুবক্তা” হিসেবেই পরিচিতি পান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, “বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছিল। তারা পুলিশকে আক্রমণ করলে তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়।”
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল হক বলেন, সংঘর্ষে পল্টন থানার ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরেও বিক্ষোভ করে কয়েকটি ইসলামিক দল। মেহেদী হাসান অপু/ঢাকা ট্রিবিউন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাচ্চু মিয়া বলেন, বেলা তিনটার দিকে বিক্ষোভকারীরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানকে মারধর করে এবং তাদের সহযোগী বিক্ষোভকারী আবুল কালামকে (৩৫) উদ্ধার করে নিয়ে যায়। এই পুলিশ কর্মকর্তা আবুল কালামকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।
বাচ্চু মিয়া বলেন, ওই এসআই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে কয়েকটি ইসলামী গোষ্ঠী বিক্ষোভ মিছিল করেছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন ঢাকা ট্রিবিউনের ফটোসাংবাদিক মাহমুদ হোসেন অপু।
নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধিতা করে বুধবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রগতিশীল ছাত্রজোটের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্রজোটের অন্তত ২০-২৫ জন আহত হয়।
মতামত দিন