সাকিব যে শাকিবের পছন্দের একজন মানুষ তার ইঙ্গিত দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে
৩৩ পাড়ি দিয়ে জীবনের ৩৪তম বসন্তে পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান। এমন একটি দিনে প্রকাশ্যে-প্রকাশ্যে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটের এই বরপুত্রে। এমনকি বাদ পড়লেন না শোবিজের তারকা শাকিব খানও।
শুধু নামেই মিল না, সাকিব যে শাকিবের পছন্দের একজন মানুষ তার ইঙ্গিত দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমেও। সাকিবকে “ক্রিকেটের এক অতিমানব” আখ্যা দিয়েছেন।তিনি।
শাকিব খান ফেসবুক ও ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই! গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।”
মতামত দিন