পারিবারিক কলহের জেরে রাত ৮টার দিকে রাইসাকে আছাড় দেন বাবা হুমায়ুন সরদার
বাগেরহাটের মোল্লাহাটে বাবার আছাড়ে রাইসা আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে। হুমায়ুন সরদার বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের জেরে রাত ৮টার দিকে রাইসাকে আছাড় দেন তার পিতা সেনা সদস্য হুমায়ুন সরদার। এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হুমায়ুনকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।”
মতামত দিন