‘গ্রেফতারকৃত দু’জন যুবলীগের রাজনীতির সাথে জড়িত। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়’
বগুড়ার ধুনটে ইয়াবা বিক্রির সময় যুবলীগের দুই নেতা হাতেনাতে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পূর্ব ধারাবর্ষা গ্রামের সোহরাব আকন্দের ছেলে ও বোহাইল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া (৩৫) এবং চর মাঝিড়া গ্রামের জলিল মুন্সীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সদস্য সাইফুল শেখ (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াউর রহমান জিয়া ও সাইফুল শেখ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ধুনট উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিলেন।
শনিবার সন্ধ্যার দিকে এরা ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী যুবলীগ নেতা জিয়া ও সাইফুলকে গ্রেফতার করে পুলিশ। তাদের শরীর তল্লাশি করে ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ প্রসঙ্গে সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ জানান, “জিয়া ও সাইফুল আমার সংগঠনের কেউ নন। এরা দলের নাম ভেঙে নানা অপকর্ম করে থাকেন।”
বোহাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা ফকির জানান, জিয়া তার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। আসন্ন ইউনিয়নের নির্বাচনে তিনি দলীয় পদ ব্যবহার করে পোস্টারিং করেছেন। এছাড়া সাইফুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, “গ্রেফতারকৃত দু’জন যুবলীগের রাজনীতির সাথে জড়িত। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।”
মতামত দিন