‘গত ৬ মাসে শুধু কক্সবাজারেই মারা গেছে ৪টি বন্যহাতি’
কক্সবাজারের টেকনাফে একটি বন্যহাতির গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৩ মার্চ উখিয়ার মনখালী খালের উৎপত্তিস্থল টেকনাফ অংশে পানির ধারে বন্যহাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনতা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে টেকনাফ হোয়াইক্যং রেঞ্চ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেন।
কক্সবাজার বনবিভাগের দক্ষিন বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানিয়েছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্যহাতির সুরতহাল রিপোর্ট করা হয়। পরে ময়নাতদন্তের পর জানা গেছে বন্যহাতিটি বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে মারা গেছে। মৃত বন্যহাতির গলিত দেহটি স্থানীয়দের সহায়তায় মাটি চাপা দেয়া হয়েছে।”
হুমায়ুন কবির আরও জানান, “ময়নাতদন্তের রিপোর্টমতে ২ মার্চ অথবা আরও আগে হাতিটি মারা যেতে পারে। হাতিটির বয়স ৬০ বছর ময়নাতদন্তের রিপোর্টে বলা হলেও বয়স আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু দাবি করেন, “গত সপ্তাহে উদ্ধার হওয়া মৃত বন্যহাতিটি স্বাভাবিকভাবে মারা যায়নি। এটি মানুষের আক্রমণ অথবা পাহাড়ে কোনো দুর্ঘটনায় মারা যেতে পারে। মা হাতিটির একটি বাচ্চা শাবক রয়েছে। শাবকটি স্থানীয় বনবিভাগ উদ্ধার করে কক্সবাজার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করেছে।”
দীপু বলেন, “বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়া বন্যহাতিগুলো লোকালয়ে খাদ্যের সন্ধানে চলে আসছে। এতে করে মানুষের আক্রমণে বেশিরভাগ হাতির মৃত্যু হচ্ছে। চলতি বছরসহ গত ৪ বছরে কক্সবাজার জেলায় ১৪টি হাতি মারা গেছে। গত ৬ মাসে শুধু কক্সবাজারেই মারা গেছে ৪টি বন্যহাতি।”
মতামত দিন