সেপটিক ট্যাংকের ভেতর বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়ায় নির্মাণাধীন বাগে জান্নাত জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌর এলাকার মুকুন্দগাঁতী মধ্যপাড়া মহল্লার হরিজন সম্প্রদায়ের মৃত মনু বাঁশপের ছেলে হৃদয় (৩৫) ও তার ছেলে বিশাল কম্প (১৭)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল থেকে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে বাবা হৃদয়ের সঙ্গে কাজ করছিল ছেলে বিশাল। বিকেলে সেপটিক ট্যাংকের নিচে বিশালের কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছেলেকে উদ্ধারের জন্য নিজেই নিচে নামেন হৃদয়। তারও কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।
বেলকুচি থানার ওসি (তদন্ত) নূরে আলম বলেন, "সেপটিক ট্যাংকের ভেতর বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, নিহত দুজন ট্যাংকটির ভেতরে নামার কিছুক্ষণ পর ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে, বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে আশাপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
মতামত দিন