মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি
সুন্দরবনে গোলপাতা আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে আবুল কালাম কালু (৪৫) নামে এক বাওয়ালি (সুন্দরবনের কাঠকাটা শ্রমিক) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকীর আতিয়ার গাজীর ছেলে।
সুলতান আহমেদ বলেন, “গত ২৮ ফেব্রুয়ারি ২৭ দিনের পাশ নিয়ে নওয়াবেকীর আজিজ মেম্বারের নৌকায় গোলপাতা আহরণে সুন্দরবনে প্রবেশ করেন আবুল কালাম। মঙ্গলবার দুপুরে খবর আসে আবুল কালাম বাঘের আক্রমণে নিহত হয়েছেন। সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে বলে খবর পেয়েছি।”
মতামত দিন