মঙ্গলবার (১৬ মার্চ) সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই।”
মঙ্গলবার (১৬ মার্চ) দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যু বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কোনো এখতিয়ার নেই কোনো মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়া। আর জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই। কারণ এটা স্বাধীনতার আশা-আকাঙ্ক্ষার বিশ্বাসঘাতকতা করা হবে, স্বাধীনতাকে অস্বীকার করা হবে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে।
তিনি আরও বলেন, আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিদেশি অতিথিদের আগমনের অজুহাতে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের মধ্য দিয়ে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।
মহাসচিব আরও বলেন, “বাংলাদেশে কোন গণতন্ত্র নেই। যারা ক্ষমতায় বসে আসে তারা বেআইনিভাবে বসে আছে। অনির্বাচিত সরকার বেআইনিভাবে দেশে একনায়তন্ত্র কায়েম করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে দেশের গণমাধ্যমের কণ্ঠকে রোধ করা হয়েছে। দেশে জনগণের ভোটের অধিকার নাই। সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুস সালাম, মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে এ্যডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুসহ পরিবারের অন্যান্য সদস্য এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতামত দিন