ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে রেষারেষি চলছিল। মূলত এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি ও অপহরণ বাণিজ্যে লিপ্ত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে মো. জুবায়ের (২১) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। রবিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে। সে সালমান শাহ গ্রুপের সদস্য। টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে রেষারেষি চলছিল। মূলত এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি ও অপহরণ বাণিজ্যে লিপ্ত। শনিবার দিবাগত মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবাইয়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসপি তারিকুল ইসলাম বলেন, “দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”
মতামত দিন