দক্ষিণ এশিয়ার সেরা ১০ এবং বিশ্বের ১১২ তরুণ নেতার ভেতর স্থান করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রিয় এ মুখ
“ইয়াং গ্লোবাল লিডার” নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রিয় মুখ মাশরাফি বিন মর্তুজা। এরমধ্য দিয়ে ৪০ বছরের কমবয়সী তরুণদের ভেতর সেরা বিশ্বনেতার কাতারে যোগ দিলেন তিনি।
প্রতিবছর বিশ্বব্যাপী ৪০ বছরের কম বয়সীদের ভেতর প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে “ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম” ।
২০২১ সালেও বিশ্বব্যাপী ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করে এ তালিকাটি তৈরি করে ফোরামটি। এতে দক্ষিণ এশিয়ার ১০ তরুণ নেতার মাঝে স্থান করে নিয়েছেন মাশরাফি।
২০০১ সাল থেকে জাতীয় দলে খেলতে শুরু করা এ পেসারের বিভিন্ন ফরমেটে নেতৃত্ব বাংলাদেশকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়। শুধু ক্রিকেটই নয়, নড়াইলের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন ১৯৮৩ সালে জন্ম নেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক
মতামত দিন