গত বছরের ১৫ নভেম্বর ভারতের কলকাতায় একটি পূজা মণ্ডপ উদ্বোধনের ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন তালুকদার
গত বছরের নভেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রখ্যাত বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে এক যুবক।
হাইকোর্ট এ ঘটনার অভিযোগে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (৯ মার্চ) মহসিন তালুকদারের জামিন আবেদন খারিজ করে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, “হাইকোর্টের রায়ের পর অভিযুক্তকে জেল থেকে মুক্তি দেওয়া যাবে না।”
তবে এই মামলায় মহসিন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, সে প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
মহসিনের দায়ের করা জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করে।
গত বছরের ১৫ নভেম্বর ভারতের কলকাতায় একটি পূজা মণ্ডপ উদ্বোধনের অভিযোগে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়ার পর মহসিনকে গ্রেফতার করা হয়।
১৬ নভেম্বর মহসিনের বিরুদ্ধে সিলেটের সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। মহসিনের পরিবার তার কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে সে মানসিকভাবে অস্থিতিশীল।
মতামত দিন