মঙ্গলবার দুপুরে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়ের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমকে সংযোগকারী সেতুটির উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে প্রবাহিত ফেনী নদীর ওপর নির্মিত সেতু "মৈত্রী সেতু" উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়ের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমকে সংযোগকারী ১.৯ কিলোমিটার এই সেতুটির উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, "মৈত্রী সেতু" নামটি ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্বকে প্রতিনিধিত্ব করে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) তত্ত্বাবধানে সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৩৩ কোটি রুপি।
এতে বলা হয়েছে, "ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ও দেশ দুটির মধ্যে মানুষের চলাচলের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা সেতুটি এমনটাই আশা করা হচ্ছে।"
এই উদ্বোধনের সাথে সাথেই সাবরুম থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ দ্বারা ত্রিপুরা "উত্তর পূর্বের প্রবেশদ্বার" হয়ে উঠবে।
ভারত ও বাংলাদেশ প্রায় ৪,০০০-এরও বেশি আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে। এটিই দীর্ঘতম স্থল সীমানা যা ভারত তার যে কোনও প্রতিবেশীর সাথে ভাগ করে নেয়।
মতামত দিন