শনিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে পঞ্চগড় থেকে ময়ূরটি দিনাজপুরের রামসাগরে নিয়ে যাওয়া হয়
পঞ্চগড়ের বোদা উপজেলার বিপন্ন প্রজাতির একটি ভারতীয় ময়ূর উদ্ধার করেছে দেবীগঞ্জ ফরেস্টের রেঞ্জার মধুসুদন বর্মন।
শনিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে পঞ্চগড় থেকে ময়ূরটি দিনাজপুরের রামসাগরে নিয়ে যাওয়া হয়। এরআগে শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় চন্দনবাড়ি ইউনিয়নের বারঘরিয়া এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
পঞ্চগড় বনবিভাগের বিট অফিসার সুলতান মাহমুদ জানান, বিপন্ন প্রজাতির এই ময়ূরটি ওই এলাকায় আসলে স্থানীয় কয়েকজন যুবক বিভিন্নভাবে পাখিটিকে আঘাত করে। এতে ময়ূরটি আহত হয়। পরে স্থানীয়রা আহত ময়ূরটিকে মিজানুর রহমানের কাছে রাখেন এবং বন বিভাগকে খবর দেয়। পরে দেবীগঞ্জ ফরেস্টের রেঞ্জার মধুসুদন বর্মন রাতে এটিকে উদ্ধার করে পঞ্চগড় নিয়ে আসেন। ময়ূরটি পঞ্চগড় বনবিভাগের তত্ত্বাবধানে ছিল।
বোদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সোবহান ময়ূরটিকে প্রাথমিক চিকিৎসা দেন। শনিবার সকালে দেবীগঞ্জ ফরেস্টের রেঞ্জার মধুসুদন বর্মন এটিকে দিনাজপুরের রামসাগর নিয়ে যান।
মধুসুদন বর্মন বলেন, ‘স্থানীয় যুবকরা ময়ূরটিকে আহত করে। সেখান থেকে উদ্ধার করে বোদা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চিকিৎসা দিয়ে পাখিটিকে পঞ্চগড় বনবিভাগের খাঁচায় রাখা হয়। আমি ময়ূরটিকে দিনাজপুরে নিয়ে যাচ্ছি।’
এটি ভারতীয় ময়ূর বলে জানান মধুসুদন বর্মন।
মতামত দিন