এই বিনিয়োগের ফলে শুধুমাত্র র্যাংগসে ৫০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
র্যাংগস ইলেকট্রনিক্স সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে নিজস্ব কারখানায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যার মাধ্যমে দেশের বাজারকে লক্ষ্য করে লক্ষ লক্ষ হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন করা হবে।
গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে র্যাংগসকে হাই-টেক পার্কে বরাদ্দে ৩২ একর জমি প্রদান করা হয় এবং একই সাথে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য নীতিগত সহায়তাও প্রদান করা হবে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং র্যাংগস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জে একরাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
দেশের বাজারে শীর্ষ অবস্থানে যেতে এই বিনিয়োগের মাধ্যমে র্যাংগস ইলেকট্রনিক্স তাদের নতুন কারখানায় বার্ষিক এক মিলিয়ন বা দশ লাখ রেফ্রিজারেটর, পাঁচ লাখ টেলিভিশন, দুই লাখ এয়ার কন্ডিশনার এবং ১৫ লক্ষ গৃহস্থালি ও রান্নাঘরের সামগ্রী উৎপাদনের পরিকল্পনা করছে।
এর বিনিময়ে তারা হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা চায়, যা তাদের ভোক্তা ইলেকট্রনিক্স শ্রেণির অধীনে “ইন্টারনেট অফ থিংস” (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে হাই-টেক পণ্য উন্নয়নে সাহায্য করবে, জানান র্যাংগস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন।
তাই র্যাংগস আশা করছে যে, আগামী তিন বছরের মধ্যে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি), বাড়ি/রান্নাঘরের যন্ত্রপাতির জন্য পৃথকভাবে পাঁচটি কারখানা স্থাপন করতে পারবে।
এর ফলে শুধুমাত্র র্যাংগসে ৫০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এদিকে একটি উচ্চ-প্রযুক্তির পার্কে কাজ করার ফলে, তারা একটি ওয়ান স্টপ সার্ভিস এবং ১৪টি প্রণোদনা সুবিধার মাধ্যমে ১৪৮ ধরনের সেবা পাবেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “যদি তাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আইসিটি বিভাগ সবসময় তাদের পাশে থাকবে।”
এরই সাথে অনেক স্থানীয় এবং বিদেশি কোম্পানি ও পার্কে বিনিয়োগ করতে আগ্রহী কারণ এখান থেকে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে প্রবেশের একটি বিশাল সম্ভাবনা আছে।
এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আমরা আর আমদানি নির্ভর দেশ হতে রাজি না। আমাদের এখন একটি রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।"
উল্লেখ্য, সরকারের নিজস্ব তহবিল থেকে মোট ৩৩৬ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সিলেটের হাই-টেক পার্ক বাস্তবায়ন করা হচ্ছে।
মতামত দিন