শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে
রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহনপুর উপজেলার খয়রা মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
নিহতের নাম কুব্বাস আলী (৬৫)। তার বাড়ি খয়রা মাটিকাটা গ্রামে। এ ঘটনায় তার দুই ছেলেসহ চারজন আহত হয়েছেন। আহতদের মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, খয়রা মাটিকাটা গ্রামের নজরুল, শরিফুল ও মাইনুল এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী। আর এদেরকে সহযোগিতা করে আসছে একই এলাকায় কাশেমের ছেলে শাহেদ আলী। কয়েকদিন আগে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নিহত কুব্বাস আলীর সাথে মাদক ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। শনিবার এর জের ধরে সন্ধ্যায় কুব্বাস আলীর ওপর তারা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার দুই ছেলেসহ এলাকার তোফিল উদ্দিন ও মাইনুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে জখম করে।
পরে তাদের উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসক কুব্বাস আলীকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন