বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে মৃত্যু হয় তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এ এ মাহমুদ শাফি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি আল বেরুনী হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরে।
জানা গেছে, বুধবার সকালে নাটোরে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রামেকে নিয়ে যাওয়া হয়।
পরে দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
মতামত দিন