এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবুধাবি থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন সাড়ে ১৭ কেজি।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে বিমানের সিটের পেছনের প্যানেল থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন