আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো না খোলা হলে তারা কঠোর আন্দোলনের দিকে যাবেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেঁধে দেয়া সময় শেষ হওয়ার পরও আবাসিক হল খুলে না দেয়ায় ও উপাচার্য এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটক ভেঙে হল দখল করা শুরু করেছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি মিছিল ফজিলাতুন্নেছা হলের সামনে পৌঁছায়। এরপর শিক্ষার্থীরা হলের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এখনও বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সব হল দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আরও পড়ুন - মাইকিং করে জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৫
এদিকে, উপাচার্য ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশ কোনও বক্তব্য দিতে রাজি হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো না খোলা হলে তারা কঠোর আন্দোলনের দিকে যাবেন।
মতামত দিন