পুলিশের ধারণা, স্বামী দেশের বাইরে থাকায় পরকীয়া প্রেমের জেরে মা দুলালী খাতুন নিজেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন
বগুড়ার ধুনটে তৌহিদ সরকার নামে পাঁচ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে শিশুটির নিজ বাড়ির শোবার ঘরের বিছানায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ধুনট উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবদুল গফুর সরকার গত আড়াই বছর ধরে মালয়েশিয়া চাকরি করছেন। স্ত্রী দুলালী খাতুন দুই ছেলে সজিব সরকার ও তৌহিদ সরকার, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে নিয়ে বাড়িতে থাকেন।
শুক্রবার সকালে পরিবারের সবাই কাজের জন্য বাড়ির বাইরে জমিতে যান। বেলা ১১টার দিকে দুলালী খাতুন বাড়িতে এসে ঘরের বিছানায় ছেলে তৌহিদের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তৌহিদকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, "তৌহিদ সরকারের বাবা গফুর সরকার মালয়েশিয়া প্রবাসী। তার স্ত্রীর কাছে এক ব্যক্তি আসতেন।"
ওসির ধারণা, “পরকীয়া প্রেমের জেরে শিশুটি নৃশংস হত্যার শিকার হয়েছে। এর সাথে শিশুটির মায়ের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, "এ ব্যাপারে তদন্ত চলছে। শিশুরটির মা ও অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।"
মতামত দিন