টানা তিনদিনের ছুটিতে হঠাৎ সৃষ্ট চাপে ৯ শতাধিক যানবাহন ফেরিঘাটে আটকে পড়েছে
পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের মাত্রারিক্ত চাপ বেড়েছে। ৩০ মিনিটের নদী পথ পার হতে যানবাহন গুলোকে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলিয়ে নয় শতাধিক যানবাহন পারাপারের জন্য অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে সাত শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক এবং শতাধিক বাস রয়েছে। বাকী ব্যক্তিগত ছোট গাড়ির বাড়তি চাপ রয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া ফেরিঘাটের অদূরে আরসিএল মোড় পর্যন্ত যাত্রীবাহী বাসের সারি রয়েছে। ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনাল দুইটি সাধারণ পণ্যবাহী ট্রাকে পরিপূর্ণ রয়েছে। এদিকে ঘাটের যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাটুরিয়া ফেরিঘাটের ছয় কিলোমিটার আগে ঘাটমুখী সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে শিবালয় থানা পুলিশ।
এসব বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে উথুলী সংযোগ মোড় এলাকায় আটকে রাখা হচ্ছে। ঘাট এলাকায় অপেক্ষামাণ ট্রাকের সংখ্যা কমে আসলে উথুলী সংযোগ মোড় থেকে সিরিয়াল অনুযায়ী আটকে রাখা ট্রাকগুলো ঘাটে পাঠানো হবে।
সর্বশেষ উথুলী সংযোগ মোড় থেকে আরিচা ঘাট এলাকা পর্যন্ত পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, "পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল অবস্থায় রয়েছে মাধবীলতা ফেরি। বাকিগুলো যানবাহন পারাপারে ব্যস্ত রয়েছে। তবে এক সঙ্গে তিন দিনের ছুটি হওয়ায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ছে।"
যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বাসের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে বলে জানান তিনি।
মতামত দিন