বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরতলির শাহপরান থানা এলাকায় এ ঘটনা ঘটে
সিলেট শহরতলির শাহপরান থানা এলাকায় মা ও মেয়ের ক্ষত-বিক্ষত মরদেহ এবং আহতাবস্থায় অপর এক শিশুকেও উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এসময় রক্তমাখা ছুরিসহ এক কিশোরকে (১৭) আটক করে পুলিশ। জানা গেছে, কিশোরটি নিহত ওই নারীর সৎ ছেলে।
নিহত ওই নারীর নাম রুবিয়া বেগম (৩০) ও তার মেয়ের নাম মাহা বেগম (৯) ও ছেলের নাম তাহসিন (৭)।
পুলিশ জানিয়েছে, তাহসিন নামে শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। পারিবারিক কলহের জের ধরে সৎমা ও ভাই-বোনকে ধারালো দা ও ছুরি দিয়ে আাঘাত করে কিশোর। এসময় ঘটনাস্থলে মৃত্যু হয় মা-মেয়ের। ঘরটির তোশকে আগুন ধরিয়ে দেওয়ার সময় ওই কিশোরকে আটক করে পুলিশ বলেও জানান তিনি।
মতামত দিন