দগ্ধ ২ ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
নারায়ণগঞ্জে সদর উপজেলাধীন ফতুল্লা মাসদাইরে চলন্ত অটোরিকশা থামিয়ে দুইজনের ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বর্তমানে গুরুতর আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী আলী হোসেনের বড় মো. আব্দুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এরআগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাসদাইর গভর্মেন্ট গালর্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পূর্বপাড়া মাসদাইর এলাকার আব্দুল জব্বারের ছোট ছেলে মো. আলী হোসেন (৩৫) ও তার অটোরিকশা গ্যারেজের কর্মচারী মো. মিজান (৩৬)। আহত আলী হোসেন মাসদাইর এলাকায় একটি অটোরিকশা গ্যারেজের মালিক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ দিকে তার সেই অটোরিকশা গ্যারেজ বন্ধ করে যাওয়ার পথে মাসদাইর গভর্মেন্ট গার্লস উচ্চ বিদ্যালয়ের সামনে তার অটোরিকশা আটকিয়ে তার ওপরে এসিড নিক্ষেপ করে অভিযুক্ত সোহাগ হোসেন ও সানীসহ আরও বেশ কয়েকজন।
তাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহতবস্থায় আলী হোসেন ও গ্যারেজ কর্মচারী মিজানকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের অবস্থা গুরুতর দেখে দ্রুত তাদেরকে ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মতামত দিন