এই ঘটনার ২৪ ঘণ্টাও কম সময় আগে নাঙ্গলকোট উপজেলায় মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেন এক ব্যক্তি
কুমিল্লার নাঙ্গলকোটে মা ও ভাবিকে কুপিয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে এবার কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে লোকমান হোসেন (৩৫) নামে এক রিকশাচালক।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার সংলগ্ন হলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন লোকমানের স্ত্রী ফারজানা আক্তার (২৫) ও শাশুড়ি বানু বিবি (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান ও ফারজানা দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। লোকমানের শ্বশুরবাড়ি কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বল্লবপুর গ্রামে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে লোকমানের শাশুড়ি তার বাড়িতে বেড়াতে আসেন। পরে সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও শাশুড়ির সাথে বাগবিতণ্ডা হয় লোকমানের।
এর এক পর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে খুন করে সে। ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী লোকমানকে আটক করা হয়েছে। নিহতদের লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
মতামত দিন