রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসীদের তালিকায় মামুন এক নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ২৭ টি মামলা রয়েছে
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেন, "রবিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ২৭ টি মামলা রয়েছে।"
তিনি আরও জানান, "রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসীদের তালিকায় গ্রেফতার মামুন ১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। সে একাই নয়, তার আপন দুই ভাই মুজিবর রহমান জামিল ও মশিউর রহমান মশুর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।"
মতামত দিন