ওই ব্যক্তির নগ্ন ছবি ও ভিডিওচিত্র ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা আদায় ছাড়াও মারধর করা হয়
এক সরকারি চাকরিজীবীর নগ্ন ছবি ও ভিডিওচিত্র ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই নারীসহ প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার রহিমের মেয়ে সাবিনা রজনী (২৫), শাহমখদুম থানার বড়বনগ্রাম ফুলতলার রশিদের ছেলে আব্দুল গাফফার (৩০) ও চন্দ্রিমা থানার নামোভদ্রা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে রিয়া আক্তার পাখি (১৯)।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বারণ চন্দ্র বর্মণ বলেন, “ওই সরকারি চাকরিজীবীর কাছ থেকে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রতারক চক্র বিকাশের মাধ্যমে ১০ দশ হাজার টাকা চাঁদা আদায় করে এবং তাকে মারধর করে জখম করে। পরে তিনি বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। তারপর তদন্তে নামে পুলিশ।”
ওসি বলেন, “গ্রেফতারকৃত আসামিদের থেকে নগদ টাকা, স্বাক্ষরিত নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও বাদীর নগ্ন ছবিসহ ভিডিওচিত্র ধারণকৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
মতামত দিন