প্রেমের সম্পর্কের জের ধরে কিশোরটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে
সাভারের ব্যাংক কলোনির এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে "বন্ধুদের" বিরুদ্ধে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কলোনির মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এদিকে, হত্যাকাণ্ডের সাথে কিশোর গ্যাং সদস্যরা জড়িত বলে দাবি স্থানীয়দের। প্রেমের সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলেও ধারণা তাদের।
নিহত রোহান (১৭) পৌরসভা এলাকার আবদুস সোবহানের ছেলে এবং সাভার কলেজের শিক্ষার্থী।
নিহতের চাচাতো ভাই বলেন, “রোহান একটি মেয়েকে ভালবাসতো। সেই মেয়েটিকে তার কয়েকজন বন্ধু উত্ত্যক্ত করতো। এরমধ্যে ব্যাংক কলোনির হৃদয় নামে একজন রোহানকে মারার হুমকি দেয়। ওই হৃদয়ই বাসা থেকে ডেকে নিয়ে তার দলবলসহ আমার ভাইকে হত্যা করেছে।”
পুলিশ জানায়, কয়েকদিন আগে প্রেমসংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়ে রোহান। তার বন্ধুদের সাথে বিরোধ একপর্যায়ে মীমাংসাও হয়। কিন্তু শনিবার রোহান সাভারের ব্যাংক কলোনিতে চায়ের দোকানের সামনে গেলে সেই বন্ধুরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হাতাহাতির এক পর্যায়ে এক বন্ধু রোহানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক আল আমিন জানান, রোহান যখন ওই এলাকার একটি চা স্টলে যায় তখন তার বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে। এরপর রোহানকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মতামত দিন