নিহত শ্রী নিপন চাকমা (৪৭) ফেনী জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
নিহত শ্রী নিপন চাকমা (৪৭) ফেনী জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার পুত্র।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিকাল ৫টার দিকে চট্টগ্রাম থেকে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল চালিয়ে ফেনী যাওয়ার সময় মসজিদ্দা এলাকায় চট্টগ্রামমুখী একটি খালি ট্রাক (চট্ট মেট্টো-ট-০৫-০৩৬৩ ০১) মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিপন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মো. বাবলু (২১) ও হেলপার মো. রাজুকে (২৭) আটক করেছে।
দেশের সড়ক দুর্ঘটনা পরিস্থিতি
দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত নভেম্বরে কিছুটা বেড়েছে। মাসজুড়ে সংঘটিত ৪১৭ দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন নামে এক সংস্থার ৫ ডিসেম্বর প্রকাশিত নতুন প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
মতামত দিন