ঝগড়ার পর অভিমান করে রাতেই ফুফুর বাড়ির উদ্দেশে রওনা হন গৃহবধূ
নীলফামারী সদরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ-উন-নবী।
গ্রেফতারকৃত হলেন- জেলা সদরের গোড়গ্রাম হাজীপাড়ার ইস্কান্দার মির্জার ছেলে সাকিব সরকার (২৮) ও টুপামারী দোগাছি গ্রামের আমিনুর রহমানের ছেলে শাহাজাদা তালিব (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২ জানুযারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, রবিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে স্বামীর সাথে ঝগড়া হয় ওই গৃহবধূর। পরে ওই রাতেই গৃহবধূ অভিমান করে পার্শ্ববর্তী গ্রামের ফুফুর বাড়ি যাওয়ার জন্য রওনা হন। পথে হাজিগঞ্জ মাহাবুবা মেমোরিয়াল হাসপাতালের সামনে ফাঁকা রাস্তায় দুই যুবক তাকে আটকে ধর্ষণ করে ও পালিয়ে যায়। পরে রাস্তার পাশে পড়ে থাকা ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে টহল পুলিশের একটি দল।
ওসি মাহমুদ-উন-নবী বলেন, “ভিকটিমের ফুফু থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করলে, আমরা ধর্ষকদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছি। তার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
মতামত দিন