সকাল ৯টা ৩০ মিনিটে নৌবাহিনীর ৪ জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে ছেড়ে যায়
চট্টগ্রাম থেকে চতুর্থ ধাপে আরও ১,৪৬৩ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম বোট ক্লাব থেকে বাংলাদেশ নৌবাহিনীর ৪টি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে ছেড়ে যায়।
ভাসানচরে পৌঁছুতে জাহাজগুলোর তিন ঘণ্টার মত লাগবে বলে জানা গেছে।
এরআগে, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ৪টি জাহাজে করে ১,৭৭৮ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। পরে ওইদিন দুপুরে নৌবাহিনীর ৪টি জাহাজে করে এসব রোহিঙ্গা ভাসানচরে পৌঁছায়।
প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে যান ১,৮০৪ জন রোহিঙ্গা। গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১,৬৪২ রোহিঙ্গা ভাসানচরে যায়। আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়েছিল।
সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ হাজার একর আয়তনের এই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে ১ লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
মতামত দিন