‘শুধু তাই নয়, পাপুলের স্ত্রীকেও এমপি করা হয়েছে। এভাবেই আওয়ামী লীগ রাজনীতিকে নষ্ট করছে’
অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের একটি আদালতে বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) মো. শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলের সাজা পাওয়ার মাধ্যমে বর্তমান সরকারের দুর্নীতি ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ পেয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।
শুক্রবার (২৯ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এতে সরকারের টনক না নড়লেও, দেশের জন্য এটি লজ্জার। বর্তমান রাতের ভোটের সরকার এর দায় এড়াতে পারে না।”
“তাদের (সরকারের) পৃষ্ঠপোষকতা ছাড়া পাপুলের মতো এমপিরা বেপরোয়া দুর্নীতি করার সাহস পেতো না। কুয়েতের একটি আদালতে বর্তমান সংসদ সদস্যের সাজার ঘটনার মধ্য দিয়ে বর্তমান সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে,” বলেন তিনি।
এর আগে অর্থ ও মানবপাচার সংশ্লিষ্ট একটি মামলায় বৃহস্পতিবার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত।
কারাদণ্ডের পাশাপাশি পাপুলকে ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করা হয়েছে। কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল-ওসমান পাপুলের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।
রিজভী অভিযোগ করে বলেন, পাপুলের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও একাদশ সংসদে তাকে সংসদ সদস্য করা হয়েছে কেবলমাত্র তার বিশাল অর্থের কারণে।
“শুধু তাই নয়, পাপুলের স্ত্রীকেও এমপি করা হয়েছে। এভাবেই আওয়ামী লীগ রাজনীতিকে নষ্ট করছে,” বলেন তিনি।
রিজভী বলেন, পাপুলের স্ত্রী, কন্যা ও শ্যালিকার বিরুদ্ধেও শত শত কোটি টাকার দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও দুদক তাদের বিরুদ্ধে যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
দুর্নীতি মহামারিতে পরিণত হয়েছে
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত “দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০” প্রতিবেদনের বরাত দিয়ে রিজভী বলেন, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে তালিকার নীচের দিক থেকে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে।
তিনি বলেন, ওই প্রতিবেদনে করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে যা দেশে দুর্নীতি বৃদ্ধির পেছনের অন্যতম কারণ।
“আমরা দীর্ঘদিন ধরে বারবার এটি বলে আসছি,” বলেন রিজভী।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্রের অভাবে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে।
চসিক নির্বাচন
রিজভী বলেন, “ভোট ডাকাতির ডিজিটাল মেশিন ইভিএমে ভোটাভুটি হলেও, ‘ভোট ডাকাতির’ কারণে নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করতে ১০ ঘণ্টা সময় নিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।”
তিনি অভিযোগ করেন যে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন যা “গণভবন থেকে রাত পৌনে ২টায় পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “ইভিএমে ফলাফল দিতে সর্বোচ্চ এক-দুই ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। ভোট ডাকাতির পর ভাগ বাটোয়ারা নিয়ে হিসাব মেলাতেই এই দীর্ঘ সময় লেগেছে। বহু হিসাব করে তারা দেখিয়েছে যে নির্বাচনে ২২ শতাংশ ভোট পড়েছে।”
বন্দর নগরীর ৭৮ শতাংশের বেশি ভোটার বুধবারের নির্বাচন প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “এই প্রত্যাখ্যান ভোট সন্ত্রাসী ক্ষমতাসীনদের বলদর্পী শাসন-শোষণ ও নতজানু মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।”
মতামত দিন