ডলফিনটির শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে ১০ ফুট দৈর্ঘ্যের ডলফিনটি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, মৃত ডলফিনটিকে ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগ মাটিচাপা দিয়েছে।
অবশ্য মৎস্য বিভাগের কর্মকর্তারা এর মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।
প্রায়শই মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে জানান স্থানীয় বাসিন্দা কে এম বাচ্চু।
তিনি বলেন, "আমাদের সন্দেহ ধারালো বস্তুর আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।"
মতামত দিন