ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের নিবন্ধন সহজ করা এবং সব বন্দর দিয়ে ভ্রমণ বিধিনিষেধকে সহজ করার অনুরোধও করা হয়
বাংলাদেশ ভারতীয় ভিসা ব্যবস্থায় নমনীয়তার জন্য এবং ভিসার মেয়াদত্তীর্ণের পর দেশটিতে ওভার স্টে করার জন্য জরিমানা শিথিলের অনুরোধ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভারতের রাজধানীতে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিতীয় কনস্যুলার আলোচনায় ভারতে বাংলাদেশিদের সম্মুখীন হওয়া বিধিনিষেধ বন্ধের আহ্বান জানায় ঢাকা।
কথোপকথনের সময় দ্বিপাক্ষিক কনস্যুলার সমস্যার পুরো বিষয়টি গভীরভাবে আলোচনা করা হয়।
কর্মসূচিতে একে অপরের নাগরিকদের বিশেষত পাচারকৃত নারী ও শিশুদের দ্রুত প্রত্যাবাসন, বহির্গমনের অনুমতিপত্রের ঝামেলাবিহীন সহায়তা এবং সহজসাধ্য কনস্যুলার অভিগমন অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশ পক্ষ তাবলিগ জামায়াতের অবশিষ্ট যারা এখনও ভারতে আটক রয়েছেন তাদের প্রত্যাবাসনের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করে।
এছাড়াও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিত্সার জন্য যাওয়অ বাংলাদেশি রোগীদের জন্য নিবন্ধীকরণের শর্তসমূহ সহজ করার জন্য ভারতীয় পক্ষকে অনুরোধ করা হয়।
বাংলাদেশের নাগরিকদের জন্য সকল বন্দর দিয়ে ভ্রমণের বিধিনিষেধকে সহজ করতে বাংলাদেশ পক্ষ পুনর্বার অনুরোধ করে।
উভয় পক্ষ কনস্যুলার অভিগমন প্রক্রিয়া, দণ্ডিত ব্যক্তিদের স্থানান্তর এবং অন্যদের ভিসা সম্পর্কিত সমস্যা ত্বরান্বিত করতে সম্মত হয়। উভয় পক্ষ গ্রেফতার এবং আটকের বিষয়ে রিয়াল টাইম তথ্য ভাগ করে নেওয়ার জন্য তাদের পূর্বের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করে।
উভয় পক্ষই একমত হয় যে কনস্যুলার সংলাপ জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে আরও দৃঢ় করার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা দুটি বন্ধু দেশের মধ্যকার সম্পর্কের মূল বিষয়।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব)। অন্যদিকে, ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা এবং বিদেশে ভারতীয় বিষযয়াবলী) সঞ্জয় ভট্টাচার্য ।
বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও কারা কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম বারের কনস্যুলার সংলাপটি ২০১৭ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
মতামত দিন