মাটি কাটতে কাটতে গভীর গর্ত তৈরি করেছিল শ্রমিকেরা। হঠাৎ উপরের মাটির বেশ বড় একটি অংশ শ্রমিকদের উপরে ধসে পরে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের কালীখোলার ভাসানীপাড়া এলাকার আফজাল হোসেনের বাড়ির পাইলিংয়ের জন্য মাটি কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রোবেল (৪৫)। তিনি মধ্য হাঁসাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। অপর নিহত শ্রমিক সচিন (৩২)। তিনি বিরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকার।
এ ঘটনায় আহত দেলোয়ার হোসেন দেলুকে (৪৫) গুরুতর অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করে বলেন, "ভাসানীপাড়া এলাকায় একটি বাড়ির পাইলিংয়ের মাটি কাটার কাজ করছিলো কয়েকজন শ্রমিক। মাটি কাটতে কাটতে শ্রমিকরা নিচের দিকে যেতে থাকে। এমতাবস্থায় উপরের মাটির বেশ বড় একটি অংশ শ্রমিকদের উপরে ধসে পরে। সেই মাটি চাপায় দুই জন ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত একজনকে ঢাকা মিটফোর্ডে পাঠানো হয়েছে।"
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
মতামত দিন