সুন্দরবন ভারতের অংশের সীমাখালী খাল থেকে বাংলাদেশি দুই জেলের লাশ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ
সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার বাংলাদেশি দুই জেলের লাশ ভারতের অংশ থেকে উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে ভারতের সীমাখালী খাল থেকে লাশ দু’টি উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহতরা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের রতন (৩৫) ও একই গ্রামের মিজানুর রহমান (৪০)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী জানান, সুন্দরবনের ভারতের অংশে বাংলাদেশি দুইব্যক্তি নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফ এর গুলিতে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এবিষয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বুধবার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রতন (৩৫) মিজানুর (৪০) ও আবু মুছা (৪০) কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করে। বৃহস্পতিবার রাত আটটার দিকে রতনের স্বজনদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে আবু মুসা জানায়, বিকালে বনের মধ্যে তালপট্টি এলাকায় খালে কাঁকড়া ধরার সময় রতন ও মিজানুরের ওপর বাঘ হামলা করেছে। এসময় সে দৌঁড়ে বনের ভেতর উঁচু গাছের মগডালে উঠে আত্মরক্ষা করেছে বলেও জানায় মুছা।
তবে গাছের ডালে ঘণ্টাখানেক অপেক্ষা করে নিচে এসে মিজানুর ও রতনকে আর খুঁজে পায়নি সে। এরপর থেকেই মুছার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মতামত দিন