গত ২০ জানুয়ারি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাশিশুটির জন্ম হয়েছিল। এটি ওই দম্পতির প্রথম সন্তান
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরি যায়।
চুরি যাওয়া নবজাতকের বয়স তিনদিন। শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
চুরি যাওয়া নবজাতকের বাবার নাম মাসুম রবি দাস। মাতার নাম শিল্পী রবি দাস। তাদের বাড়ি নগরীর রাজপাড়া থানার বাগানপাড়া এলাকায়। গত ২০ জানুয়ারি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যাশিশুর জন্ম হয়েছিল। এটি তাদের প্রথম সন্তান।
মাসুম রবি দাস জানান, সকালে আমি হাসপাতালের বাইরে গিয়েছিলাম। আর আমার স্ত্রী ঘুমিয়ে ছিল। এমন সময় আমাদের সন্তানকে চুরি করে নিয়ে যায়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, “সকাল ৯টার দিকে কন্যা শিশুটিকে রেখে খাবার নেওয়ার জন্য ওয়ার্ডের বাইরে গিয়েছিলেন। এসে দেখেন শিশুটি নেই। বিষয়টি জানার পর সাথে সাথে পুলিশকে জানানো হয় এবং হাসপাতালে তল্লাশি করা হয়। কিন্তু এর আগে সে (চোর) শিশুটিকে নিয়ে বের হয়ে গেছে।”
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “হাসপাতালের সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।”
মতামত দিন