কেন্দ্রটির তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছন
গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ভারতীয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নয়ন কেন্দ্রটির টয়লেটে তার মরদেহ পাওয়া যায়। কেন্দ্রটির তত্বাবধায়ক এহিয়াতুজ্জামান এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছন।
জানা গেছে, নিহত রিজ উদ্দিন মোল্লা (১৭) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার মর্যাদা এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে। সে ওই কেন্দ্রটির ৫নং কক্ষে থাকতো।
তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান জানান, গতবছর জুলাই মাসে কিশোরগঞ্জের একটি মামলায় গ্রেফতার হওয়ায় আদালতের মাধমে সংশোধনাগারে পাঠানো হয় তাকে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি তিনি।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত বছরের ৫ জুলাই কিশোরগঞ্জ থানায় মামলা হয় রিজের বিরুদ্ধে। পরে “দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট-১৯৫২” এর ৪ নং ধারায় টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে হেফাজতে পাঠানো হয় তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় রিজ উন্নয়ন কেন্দ্রের টয়লেটে গিয়ে দরজা আটকে দেয় সে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বের না হওয়ায় টয়লেটের দরজায় বার বার ধাক্কা দিতে থাকে উন্নয়ন কেন্দ্রের এক সদস্য। এরপরও ভেতর থেকে কোনও শব্দ পাওয়া না যাওয়ায় পরে ওই সদস্য বিষয়টি অন্যদের জানান। পরে উন্নয়ন কেন্দ্রের অপর এক সদস্য টয়লেটের ভেন্টিলেটর দিয়ে রিজের মরদেহ দেখতে পায়। পরে উন্নয়ন কেন্দ্রটির কম্পাউন্ডার হেলাল বাথরুম থেকে রিজের ঝুলন্ত লাশ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
মতামত দিন