‘কাগজপত্র দেখতে চাইলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পাশ থেকে কাঠের চলা এনে আমার ওপর হামলা চালায়’
মোটরসাইকেল চালকের কাগজপত্র দেখতে চাওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) কর্মরত এক ট্রাফিক সার্জেন্টের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর বিলশিমলা ঘোড়া ঐতিহ্য চত্বরে বিপুল ভট্টাচার্য নামে ওই সার্জেন্টের ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এ সময় তিনি এক যুবককে থামিয়ে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের উপর হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে সার্জেন্ট বিপুল ভট্টাচার্য বলেন, “কাগজপত্র দেখতে চাইলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পাশ থেকে কাঠের চলা এনে আমার ওপর হামলা চালায়।”
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। একটু সুস্থ হলে সার্জেন্টের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, “আত্মরক্ষার সময় কাঠের আঘাতে তার এক হাত ও কলার বোন ভেঙে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, “হামলাকারী এক যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাকে শনাক্ত করা হয়েছে। কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি। তার নাম বেলাল হোসেন, পিতা শামসুল হক, নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় তার বাড়ি। তার সাথে অন্য কেউ ছিল নাকি। সে বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে।”
মতামত দিন