পুরো শহরসহ ৬ উপজেলা ১৫০টি সিসিটিভির আওতায় আনা হয়েছে, সেগুলোকে ট্রাফিক বিভাগের সঙ্গেও সমন্বয় করা হবে
সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী চক্রকে শনাক্ত করতে নীলফামারী জেলাকে ক্লোজ সার্কিট ক্যামেরা আওতায় আনা হয়েছে। ইংরেজি নতুন বছরে ও মুজিববর্ষে এই পরিকল্পনা হাতে নিয়েছেন নীলফামারী জেলা পুলিশ।
শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরা নেটওয়ার্ক কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, শহরের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে সিসিটিভি ক্যামেরা। নগরবাসীর নিরাপত্তায় ও তাদের সহায়তায় পুরো শহরসহ ৬ উপজেলা ১৫০টি সিসিটিভির আওতায় আনা হয়েছে। আগামী দুইমাসে এটি আরো বৃদ্ধি করা হবে। সিসিটিভি-গুলোকে ট্রাফিক বিভাগের সঙ্গেও সমন্বয় করা হবে। কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে তার নামে মামলা হবে।
ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য জানান, সৈয়দপুর এয়ারপোর্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়কসহ ডোমার উপজেলার চিলাহাটি আন্তর্জাতিক রেলস্টেশন পর্যন্ত প্রায় অর্ধেকেরও বেশি শহর সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়াও রাতের অন্ধকারে চুরি হওয়ার ঘটনা সিসি ক্যামেরার মাধ্যমে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।
সূত্র জানায়, পুলিশ সুপারের নিজস্ব পরিকল্পনা ও তত্ত্বাবধায়নে এবং সংশ্লিষ্ট এলাকার উপজেলাগুলোর বণিক সমিতির সহায়তায় জেলার বিভিন্ন মার্কেট ও তৎসংলগ্ন মূল সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা আগামীতে আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মতামত দিন