সোমবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকালে পাইলিং করতে গিয়ে শ্রমিকরা মাটির নিচের আরও একটি বোমা দেখতে পায়
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য খননকালে প্রায় আড়াইশ কেজি ওজনের আরও একটি বোমা পাওয়া গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৮ ডিসেম্বর) বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকালে পাইলিং করতে গিয়ে শ্রমিকরা মাটির নিচের আরও একটি বোমা দেখতে পায়।
পরে, বিমান বাহিনীর বঙ্গবন্ধুর ঘাঁটির একটি দল ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করে এবং বোমাটিতে ধ্বংসের জন্য সাবধানতার সাথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকালে গত ৯ ডিসেম্বর প্রায় আড়াইশ কেজি ওজনের একটি বোমা খুঁজে পায় শ্রমিকরা। পরে বিমানবন্দর থেকে গত ১৪ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় বোমা উদ্ধার করা হয়।
বিশেষজ্ঞদের ধারণা করছেন, মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে এসব বোমা ফেলেছিল ভারতীয় বিমান বাহিনী।
মতামত দিন