‘আরিফের জ্ঞান ফিরে এলে ঘটনার পুরো বিষয়টি জানা যাবে, এবং সেই মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে’
নীলফামারীর জলঢাকায় আরিফ চৌধুরী (৩৮) নামের এক কাপড় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে হাসপাতাল রোড সংলগ্ন কবির চৌধুরীর বাসার কাছাকাছি ঘটনাটি ঘটে।
আহত আরিফ জলঢাকা পৌরসভার মেডিকেল মোড় টিএনটি পাড়ার মৃত্যু ইসলাম উদ্দিন চৌধুরীর ছেলে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ একজন ডায়াবেটিসের রোগী। প্রতিদিনের মতো আজ সকালে ফজরের নামাজের আগে হাঁটাচলা করার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।
এ সময় অ্যাম্বুলেন্সের চালক নুর ইসলাম (২৫), জাকির হোসেন (২০) ও আমিনুর রহমান হাসপাতালে যাওয়ার পথে আরিফকে পড়ে থাকতে দেখে উপজেলা ভূমি কমিশনারের গাড়ির ড্রাইভার মানিককে ফোনে বিষয়টি জানান। মানিক থানার ভ্যানচালক ভূট্টকে ফোন করলে তিনি আরিফকে চিনতে পারেন এবং পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা আরিফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক আরিফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
আরিফের স্ত্রী আইভি আকতার বলেন, “জলঢাকা বাজারে আমার স্বামীর ইনান ক্লোথ স্টোর নামে একটি কাপড়ের দোকান আছে। এই দোকানের মিটার থেকে দু’একটি সাব মিটার ভাড়া দেয়া আছে। করোনায় দোকান পাট বন্ধ থাকায় তাদের সাথে বিদ্যুৎ বিল নিয়ে বিবাদ হয়। সেই সূত্র থেকে এমন ঘটনা ঘটতে পারে।”
এ সময় এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত আরিফকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠিয়ে দেন। ঘটনার তদন্ত চলছে। তবে আরিফের জ্ঞান ফিরে এলে ঘটনার পুরো বিষয়টি জানা যাবে, এবং সেই মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন