এরা দীর্ঘদিন যাবত বিকাশ কাস্টমার কেয়ারের ম্যানেজার অথবা বিকাশ এজেন্ট সেজে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ, পিপিএম (বার) এর নির্দেশনায় ও অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো- শিমুল মিয়া (২৯), শাহিন মাতুব্বর (২৮) ও এমডি মহিদুল (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিকাশ প্রতারকচক্রের সদস্যরা প্রধানত চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতারণা কার্যক্রম সম্পন্ন করে থাকে। প্রথম গ্রুপ মাঠ পর্যায়ে অবস্থান করে বিভিন্ন বিকাশের দোকানে টাকা বিকাশ করার কথা বলে অবস্থান নেয়। একপর্যায়ে পূর্বে লেনদেনকৃত বিকাশ খাতার ছবি তুলে নেয় তারা। পরবর্তী সময়ে উক্ত ছবি হোয়াটসঅ্যাপে দ্বিতীয় গ্রুপের কাছে স্থান উল্লেখ করে পাঠিয়ে দেয়।
এরপর তৃতীয় গ্রুপ পরিকল্পিত কৌশলে অনলাইন ভিত্তিক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিকাশ অফিসের নাম্বার ক্লোনিং করে ফোন করে কথার ছলে গ্রাহকের ওটিপি (One Time Password) ও বিকাশ পিনকোড নিয়ে নেয়।
পরবর্তী সময়ে প্রতারকচক্র গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ও অ্যাকাউন্ট আনলক করার কথা বলে ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পরিমাণ টাকা কৌশলে হাতিয়ে নেয়। এভাবে হাতিয়ে নেওয়া টাকা মাঠ পর্যায়ে থাকা সর্বশেষ অর্থাৎ চতুর্থ গ্রুপের কাছে পাঠানো হয়।
পুলিশ জানায়, এরা দীর্ঘদিন যাবত বিকাশ কাস্টমার কেয়ারের ম্যানেজার অথবা বিকাশ এজেন্ট সেজে মানুষের কাছ থেকে তাদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল। বিভিন্ন হাত বদল করে ক্যাশ আউট করার ফলে প্রতারকদের অবস্থান শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে।
মতামত দিন