নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি
রাজধানীর শাহাবাগ থানাধীন রেলওয়ে কর্মচারি সরকারি হাসপাতালের সামনে প্রাইভেট কারের ধাক্কায় এক নারী (৪০) নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ ভোরে সরকারি কর্মচারি হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারী এক নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পোনে ১০টায় আহত নারীর মৃত্যু হয়।
তিনি বলেন, “মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি শাহবাগ থানাকে অবিহিত করা হয়েছে। অন্যদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।”
মতামত দিন