ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ
নীলফামারী ডিমলা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ ডিসেম্বর) সকালে ডিমলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া যুবকের নাম আকাশ রায় নিরব। তিনি শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ফেসবুক আইডি থেকে “কটুক্তি” করেন।
এ ঘটনার পর, শনিবার রাত ৮টার পর থেকেই উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে স্থানীয়রা জড়ো হয়ে ওই যুবকের বিচার এবং শাস্তি দাবী করে। খবর পেয়ে, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে আকাশ রায় নিরবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
মতামত দিন