আটক দু’জন হলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার গ্রামের মোহাম্মদ ওয়াহদিুজ্জামান লাজুক
রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক হয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলঘর এলাকা থেকে তাকে আটক করে। এই ঘটনায় দুইজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।
আটক দু’জন হলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার গ্রামের মোহাম্মদ ওয়াহদিুজ্জামান লাজুক।
চাপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদ নূরুজ্জামানকে আদালতে নেওয়া হলে সেখান থেকেই জেল-হাজতে পাঠানো হয়। শনিবার চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমানের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান বলেন, “মহানন্দা সেতু টোলঘর এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চলাকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামানের সরকারি গাড়িতে পাঁচ বোতল ফেনসিডিল পাওয়া গিয়েছে। নূরুজ্জামান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তার পাশে বসে থাকা ওয়াহিদুজ্জামান লাজুকের পায়ের কাছে ওই বোতলগুলো ছিল।"
আটকের পর নূরুজ্জামান নিজের পরিচয় দিলে তাদের রাতেই চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয় বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ থানায় পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে শনিবার বিকালে তাদের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি মোজাফফর হোসেন।
মতামত দিন