অভিযুক্ত দুই প্রতারককে গ্রেফতারের পর শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করে গোপালগঞ্জ থানা পুলিশ
দেশের বিভিন্ন শাখার ব্যাংক ও পোস্ট অফিসে ঢুকে গ্রাহকদের কাছ থেকে এপর্যন্ত প্রায় ২ কোটি টাকা লোপাট করার অভিযোগে রেদোয়ান তালুকদার (৪০) ও মোঃ আবিদুল হাসান ওরফে মিন্টু শেখ (৪৫) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ থানা পুলিশ তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করে।
পুলিশ জানায়, চট্টগ্রামের বাঁশখালিতে ইসলামী ব্যাংক, জামালপুরের সোনালী ব্যাংক, রংপুরের আল-আরাফা ব্যাংক, রাজশাহীর অগ্রণী ব্যাংক ও গোপালগঞ্জ পোস্ট অফিস-সহ দেশের বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে ঢুকে অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতে গ্রাহকের কাছ থেকে অন্তত ২ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে তারা।
সংশ্লিষ্ট থানাগুলোতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই প্রথমবার তারা ধরা পড়লো বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন।
তিনি আরও জানান, রেদোয়ান তালুকদার বরিশালের মূলাদি উপজেলার উত্তর পাতারচর গ্রামে ও মোঃ আবিদুল হাসান ওরফে মিন্টু শেখের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার দেয়ারা পশ্চিমপাড়া গ্রামে। সাইবার প্রযুক্তি ব্যবহার করে পৃথক অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জ থানার মামলার বিবরণে জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর গোপালগঞ্জ প্রধান ডাকঘরে মেয়াদ পূর্তির পর সঞ্চয়পত্রের ১০ লাখ টাকা ও মুনাফা তুলতে যান গ্রাহক হেমলতা বিশ্বাস (৫৫) ও তার স্বামী সুরেশ চন্দ্র বিশ্বাস (৬৬)। তারা ক্যাশ-কাউন্টার থেকে মূল টাকা ১০ লাখ হাতে পেয়ে ব্যাগে রাখার পর মুনাফার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় এই প্রতারকচক্রের কয়েক সদস্য তাদেরকে ঘিরে রেখে পায়ের ওপর কিছু খুচরা টাকা ছড়িয়ে দেয়। এসময় পায়ের ওপর ছড়ানো টাকার দিকে মনোযোগ দিতেই প্রতারকচক্র কাউন্টারের ওপর রাখা ওই ১০ লাখ টাকা ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এরপর গত ১ অক্টোবর সুরেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে এব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা (নং ০৩) দায়ের করলে এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
মতামত দিন