‘অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতেও কারাভোগ করেছে তারা। কারাভোগ শেষ বাংলাদেশে আবার অবৈধভাবে প্রবেশ করে এসব বাংলাদেশি’
ভারতের কারাগারে সাজাভোগের পর অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হল- মাদারীপুর জেলার রাজৈর থানার মান্দাকান্দি গ্রামের মহিউদ্দিন শরীফ; শরীয়তপুর জেলার ড্যামুডা উপজেলার সদরকাঠি গ্রামের হানিফ মাতব্বর; নড়াইল সদর উপজেলার কদমতলী চাচরা গ্রামের পান্না শেখ; খুলনা জেলার দৌলতপুর ইশিপাড়া গ্রামের ফারজানা আক্তার; খুলনা মহানগীরর সোনাডাঙ্গা থানার দক্ষিণ রায়ের মহল এলাকার রাকীব মুন্সী ও যশোর জেলার শার্শা উপজেলার মাটি পুকুরিয়া গ্রামের তানজিলা খাতুন প্রিয়া।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।
তিনি বলেন, “অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতেও কারাভোগ করেছে তারা। কারাভোগ শেষ বাংলাদেশে আবার অবৈধভাবে প্রবেশ করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার রাতেই তাদের পুলিশে সোর্পদ করা হয়।”
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, “গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটকের পর গতকাল রাতেই তাদের গোমস্তাপুর থানায় সোর্পদ করা হয়। আজ (১১ ডিসেম্বর, শুক্রবার) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।”
মতামত দিন